জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৭ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
ইঁদুরের মতো দেখতে বলে নাম হয়েছে ‘মাউস’। আজ থেকে প্রায় অর্ধশতাব্দী আগে, ১৯৭০ সালের আজকের এই দিনে মার্কিন উদ্ভাবক ডগলাস অ্যাঞ্জেলবার্ট কম্পিউটারের মাউসের পেটেন্ট লাভ করেন।
ডগলাস অ্যাঞ্জেলবার্ট ১৯৬০-এর দশকে কম্পিউটারকে আরও সহজে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে কাজ শুরু করেন। তিনি একটি যন্ত্র তৈরির কথা ভাবেন, যা ব্যবহারকারীর হাতের প্রাকৃতিক গতিবিধি বুঝে কম্পিউটারের স্ক্রিনে নির্দেশনা দিতে পারবে। এর ফলাফল হিসেবে তৈরি হয় প্রথম মাউস, যা ছিল কাঠের তৈরি। এতে ছিল দুটি ধাতব চাকতি।
প্রথম দিকের মাউসের নাম ছিল ‘এক্স-ওয়াই পজিশন ইনডিকেটর ফর এ ডিসপ্লে সিস্টেম’। এটি ব্যবহার করে স্ক্রিনের কার্সরকে দুটি অক্ষের (এক্স এবং ওয়াই) ওপর সুনির্দিষ্টভাবে নড়ানো সম্ভব হতো।
ডগলাস অ্যাঞ্জেলবার্টের এই উদ্ভাবন প্রথমদিকে তেমন সাড়া না ফেললেও ১৯৮০-এর দশকে অ্যাপল এবং মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো জিইউআই-ভিত্তিক অপারেটিং সিস্টেম তৈরি করলে মাউসের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
১৮৬৯ সালের আজকের এই দিনে অনুষ্ঠানিকভাবে সুয়েজ খালে জাহাজ চলাচল শুরু হয়।