তাজমহল দেখার অভিজ্ঞতা

ছোটবেলা থেকেই বইয়ে পড়েছি সপ্তাশ্চর্যের কথা। এর মধ্যে একটি হলো আগ্রার তাজমহল। কিছুদিন আগে আমার সৌভাগ্য হয়েছে এই তাজমহল দেখার। জুন মাসে ঈদের ছুটিতে পরিবারের সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম ভারতের উত্তর প্রদেশের রাজ্যে। প্রথম দিন দিল্লির শহর ঘুরে দেখলাম। পরে আমরা সিদ্ধান্ত নিলাম, তাজমহল দেখতে ট্রেনে করে যাব আগ্রায়। পরদিন সকাল ৯টায় ছিল আমাদের ট্রেন। প্রায় আড়াই ঘণ্টা ট্রেনে ভ্রমণের পর আমরা পৌঁছে গেলাম আগ্রা স্টেশনে। সেখান থেকে আরও ৩০ মিনিট গাড়িতে করে যাওয়ার পর আমরা পৌঁছালাম তাজমহলে। স্থানীয় সময় সম্ভবত দুপুর ১২টায় প্রবেশ করেছিলাম তাজমহলে। প্রখর রৌদ্রের তাপে শরীর ক্লান্ত হয়ে গেলেও এই অপূর্ব স্থাপত্য দেখে সবার মনে আনন্দ ফিরে এল। সত্যি, এ অনুভূতি যে কেমন, তা ভাষায় বোঝানো যাবে না। তাজমহলের বরফ সাদা রং, যেন দুপুরের সূর্যের আলোতে সেই রং ঠিকরে বেরোচ্ছে। তাজমহলের সব দেয়াল ও দরজাজুড়ে অসাধারণ কারুকাজ। পূর্ব পাশে রয়েছে যমুনার স্ফিত চলন। শান্ত নদীতে কোনো স্রোত ছিল না। তবে জল ছিল খুব পরিষ্কার। তাজমহলের রূপ দেখে বিকেল নাগাদ আমরা আবার দিল্লি শহরের দিকে রওনা দিলাম। এ ছিল এক দারুণ অভিজ্ঞতা। আশা করি সবাই একবার তাজমহল দর্শন করে আসবে।

লেখক: শিক্ষার্থী, সপ্তম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন