গণিতের দুইটি সমস্যা
১. সাহেদের গাড়ি প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে চলে। গাড়িটি এক ঘণ্টায় ৫০ কিলোমিটার গিয়ে ১০ মিনিটের জন্য থামে। চা খায় রাস্তার পাশের দোকান থেকে। এরপর আবার ৬০ কিলোমিটার বেগে আরও ৩০ মিনিট চলে। এখন বলো তো, গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করল?
৫. রিমাদের বাড়িতে একটা পানির ট্যাংক আছে। ওটায় মিনিটে ১৫ লিটার পানি ঢোকে। কিন্তু রিমার ছোট ভাই খুব দুষ্টু। ট্যাংকে একটা ফুটো করে রেখেছে। ফলে প্রতি ১০ মিনিটে ওই ফুটো দিয়ে ৫ লিটার পানি বেরিয়ে যায়। এখন হিসাব করে বলো তো, ১ ঘণ্টা পর ট্যাংকে কত লিটার পানি থাকবে?
আরও পড়ুন