জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৬ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
এই তো কিছুদিন আগের কথা। ১০ মার্চ অনুষ্ঠিত হলো অস্কারের ২০২৪–এর আসর। অস্কার হলো একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত একটি পুরস্কার। প্রায় এক শ বছর আগে শুরু হওয়া এই আয়োজন প্রতিবছর বিশ্বজুড়ে অভিনেতা, অভিনেত্রী, পরিচালকসহ অন্যদের রুপালি পর্দায় বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত করার মাধ্যমে সম্মানিত করে। ১৯২৯ সালের আজকের এই দিনে শুরু হয়েছিল অস্কারের যাত্রা। প্রথমে ছোটখাটো আয়োজন দিয়ে সাজানো থাকলেও এটি এখন বিশ্বের অন্যতম বড় অ্যাওয়ার্ড শোর মধ্যে একটি। এটি প্রতিবছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়। সোনালি রঙের মানব আকৃতির এ পুরস্কারটির ওজন প্রায় ৩ দশমিক ৬ কেজি, যা বানাতে প্রতিটির পেছনে পাঁচ শ মার্কিন ডলার ও ১২ থেকে ১৪ ঘণ্টা সময় ব্যয় হয়।
এই বছরের আসরে সেরা ছবি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘ওপেনহেইমার’। শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব জিতেছেন ‘পুওর থিংস’ সিনেমার এমা স্টোন। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার লাভ করেছেন কিলিয়ান মারফি ‘ওপেনহেইমার’–এর জন্য।
এ ছাড়া ধারণা করা হয়, ১৫০২ সালের আজকের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস দক্ষিণ আমেরিকার দেশ ট্রুজিল্লোতে প্রথম পা রাখেন। এই এলাকার নাম রাখা হয় হন্ডুরাস।
আজ ফারাক্কা লং মার্চ দিবস। ১৯৭৬ সালের এই দিনে মাওলানা হামিদ খান ভাসানী ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চের নেতৃত্ব দেন।
১৯৮৬ সালের এই দিনে জন্ম নিয়েছিলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মেগান ফক্স। সেই সঙ্গে ২০২০ সালের একই দিনে মৃত্যুবরণ করেন ‘জন্ম আমার ধন্য হলো মা গো’ গানের সুরকার আজাদ রহমান।