চট্টগ্রামে যেখানে আছে নিরিবিলি বই পড়ার সুযোগ
চট্টগ্রাম নগরীর লালদীঘির পশ্চিম পাড়ের সিটি করপোরেশনের গণপাঠাগারের বয়স এখন ১২০ বছর। এ গ্রন্থাগারই বর্তমানে চট্টগ্রাম নগরের লেখক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থীসহ বইপড়ুয়া সাধারণ মানুষের অনন্য আশ্রয়। প্রায় ৪৫ হাজার বইয়ের সংগ্রহ রয়েছে পাঠাগারটিতে। শুক্র-শনিবার বাদে সপ্তাহে পাঁচ দিন বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে পাঠাগারটি।
এর বাইরে সূর্য সেন পাঠাগারেও বই পড়ার আয়োজন রয়েছে। সদস্যসংখ্যা ১০২। চট্টগ্রাম নগরের সিডিএ অ্যাভিনিউর মসজিদ গলিতে এ পাঠাগারে বই রয়েছে দেড় হাজারের বেশি। এ ছাড়া পাথরঘাটার মহিমদাস রোডের ক্ষুদিরাম পাঠাগার, চট্টগ্রাম লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র, জামালখানের কাজী নজরুল পাঠাগারে নিয়মিত বই পড়তে যান পাঠকেরা।
চট্টগ্রামের কাজীর দেউড়িতে গেলে দেখা মিলবে অগ্নিবীণা পাঠাগারের। এই পাঠাগারে ইতিহাস, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে শিল্প-সাহিত্যের শতাধিক বই রয়েছে। মনোযোগী পাঠকেরা নিয়মিত এ পাঠাগারে ঢুঁ মারেন। তাঁদের একজন সৈয়দ মোহন উদ্দিন। সাহিত্য নিয়ে তাঁর বিস্তর আগ্রহ। নিয়মিত ওই পাঠাগারে গিয়ে বইয়ের রাজ্যে ডুবে থাকেন তিনি।