জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২২ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
ধারাভাষ্য ছাড়া ক্রিকেট বা ফুটবল—কোনো খেলাই যেন এখন আর কল্পনা করা যায় না। আজ থেকে শ খানেক বছর আগে ১৯২৭ সালের এই দিনে লন্ডনে ফুটবল প্রতিযোগিতার প্রথম ধারভাষ্য প্রচারিত হয়। টেডি ওয়েকলাম নামের এক ধারাভাষ্যকার এর দায়িত্বে ছিলেন।
এছাড়াও ১৯৯৯ সালের এই দিনে দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানি ক্রিকেট দল আবার ভারত সফর শুরু করে।
২২ জানুয়ারি বিশ্বজুড়ে বেশ কিছু শাসক মৃত্যবরণ করেন। ১৬৬৬ সালের এই দিনে সম্রাট শাহজাহান মারা যান। মৃত্যুর পর তাঁর নির্দেশনায় তৈরি তাজমহলের ভেতরে স্ত্রী মমতাজের কবরের পাশে তাঁকে কবর দেওয়া হয়। অন্যদিকে ১৯০১ সালের এই দিনে মারা যান যুক্তরাজ্যের রানি ভিক্টোরিয়া।