একইসঙ্গে দেখা গেল চন্দ্রগ্রহণ এবং সুপারমুন
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩১ ডিসেম্বর, ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
আজকের এই দিনে : ৩১ ডিসেম্বর
আজ বছরের শেষ দিন। দেখতে দেখতে শেষ হয়ে এলো ২০২৪। সারা বছরের মতো এই দিনেও ঘটেছিল আজব সব ঘটনা। ২০০৯ সালের আজকের এই দিনে একই সঙ্গে ঘটে সুপার মুন ও আংশিক চন্দ্রগ্রহণ। ইতিহাসে ঘটে যাওয়া এটি এক বিরল ঘটনা।
পূর্ণ চাঁদ যখন পৃথিবীর নিকটতম বিন্দু দিয়ে অতিক্রম করে তখন চাঁদ আকারে তুলনামূলক বড় এবং উজ্জ্বল দেখায়। ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পৃথিবী থেকে প্রায় ৩৫৬,০০০ কিলোমিটার দূরে সেই বিন্দুতে চাঁদ অবস্থান করছিল।
একই দিনে ঘটে আংশিক চন্দ্রগ্রহণ। যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে এসে চাঁদের ওপর ছায়া ফেলে ঠিক তখনই ঘটে চন্দ্রগ্রহণ। ২০০৯ সালের এই চন্দ্রগ্রহণটি আংশিক ছিল, অর্থাৎ চাঁদের একটি অংশ পৃথিবীর ছায়ার আংশিক আবরণে ঢাকা পড়ে। এই গ্রহণটি এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বেশ কিছু অংশে দৃশ্যমান ছিল।
বছরের শেষ দিনে এই বিরল ঘটনাটি মহাকাশপ্রেমীদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ আরও বাড়িয়ে তুলেছিল।
এছাড়াও ১৯০৭ সালের ৩১ ডিসেম্বর প্রথম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে অনেকে মিলে একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানায়। ‘কাউন্ট ডাউন’ এর এই আয়োজন আজও একইভাবে পালিত হয়ে আসছে।
১৮৭৯ সালের এই দিনে মার্কিন উদ্ভাবক থমাস এডিসন যুক্তরাষ্ট্রের মেনলো পার্ক এলাকায় সড়কবাতি বসান। সড়কে বাতি বসানোর ঘটনা এটিই ছিল প্রথম।