জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৭ অক্টোবর, ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
ক্রিকেট অঙ্গনে আজ এক বিশেষ দিন। আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন বিশ্ব কাঁপানো বেশ কয়েকজন ক্রিকেটার। আজকের দিনে জন্মগ্রহণ করেছেন মার্ক অ্যান্থনি টেলর, কুমার সাঙ্গাকারা, ইরফান পাঠান ও ডেভিড ওয়ার্নার।
১৯৬৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্ক অ্যান্থনি টেলর। মাঠে ব্যাটিং–দক্ষতা ও দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছিলেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তাঁর অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ১৯৯৭ অ্যাশেজ সিরিজসহ একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ জিতেছিল। ফলে তাঁকে দেশটির ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক বলা যায়।
শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। ১৯৭৭ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। ব্যাটসম্যানের পাশাপাশি অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবেও পরিচিত এই শ্রীলঙ্কান ক্রিকেটার। তিনি বেশ কিছুদিন শ্রীলঙ্কার জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানধারীদের মধ্যে অন্যতম তিনি। এমনকি ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে পরপর চারটি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন এই খ্যাতিমান ক্রিকেটার।
১৯৮৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঁহাতি ফাস্ট বোলার এবং অলরাউন্ডার ইরফান পাঠান। পাঠান তাঁর ক্যারিয়ারের শুরুতেই বোলিং–দক্ষতা দিয়ে ক্রিকেটজগতে পরিচিতি লাভ করেন। ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম ওভারে হ্যাটট্রিক নেওয়ার মাধ্যমে ক্রিকেটভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন।
ডেভিড ওয়ার্নার এমন একজন ক্রিকেটার, যাঁকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। ১৯৮৬ সালের এই দিনে জন্ম নেওয়া ডেভিড ওয়ার্নার বিস্ফোরক ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খ্যাত। আগ্রাসী এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ওপেনার। ২০১৯ সালে টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৩৩৫ রানের ইনিংস খেলেন তিনি। সেই সঙ্গে আইপিএলে সবচেয়ে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ডসহ একাধিক বিশ্ব রেকর্ড গড়েন এই অস্ট্রেলীয় ক্রিকেটার। ওয়ার্নার ২০১৫ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।