জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৩ সেপ্টেম্বর ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের আজ জন্মদিন। বল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা বলের তকমা পেয়েছেন তিনি। ১৯৬৯ সালের আজকের এই দিনে অস্ট্রেলিয়ার আপার ফার্নট্রি গাল্লিতে জন্মেছিলেন এই জনপ্রিয় লেগ স্পিনার।
টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডের তালিকায় দুই নম্বরে আছে শেন ওয়ার্নের নাম। সব মিলিয়ে একাই ৭০৮টি উইকেট নিয়েছেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি। ফলে ইতিহাসে তো নাম লিখিয়েছেনই, সেই সঙ্গে আছেন হাজারো ক্রিকেট ভক্তের মনে। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের পেছনে বেশ খানিকটা অংশীদারত্ব ছিল তাঁর। ফাইনাল ও সেমিফাইনাল দুটিতেই সেরা খেলোয়াড় হয়েছেন ওয়ার্ন। আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালেসের নেতৃত্ব দিয়েছিলেন এই ক্রিকেটার এবং সেখানেও শিরোপা এনে দিয়েছিলেন তিনি।
২০২২ সালে তাঁর আকস্মিক মৃত্যুতে ক্রিকেট অঙ্গন এই কিংবদন্তিকে হারায়। আজ জন্মদিনে পুরো বিশ্ব শ্রদ্ধাভারে স্মরণ করছে এই কিংবদন্তি ক্রিকেটারকে।
ছবি তোলার ফিল্মের জন্য পেটেন্ট লাভ
আজকের এই দিনে ছবি তোলার ফিল্মের জন্য পেটেন্ট লাভ করেন মার্কিন নাগরিক হ্যানিবাল গুডউইন। খুব একটা উন্নত না হলেও সেই সময়ে এই আবিষ্কার ছিল যুগান্তকারী। ১৮৯৮ সালের এই দিনে পেটেন্ট পান গুডউইল