ভালোবাসার জায়গা তুমি

কিআঅলংকরণ: সব্যসাচী চাকমা
শুনলে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সত্যি কথা, আমাদের ডেস্কগুলোয় আর জায়গা নেই। কিআর জন্মদিন উপলক্ষে এত এত চিঠি পাঠিয়েছ তোমরা, মাঝেমধ্যে কম্পিউটারের মাউস, কলম হারিয়ে ফেলছি আমরা। সেখান থেকে কিছু শুভেচ্ছাবার্তা আমরা কোনোভাবে আঁটাতে পেরেছি দুই মলাটে। বাকি অসংখ্য শুভেচ্ছা ইচ্ছা থাকা সত্ত্বেও জায়গা দিতে পারলাম না। এ জন্য আমরা খুবই দুঃখিত। কিন্তু আমরা সবকটি চিঠি-ইমেইল পড়েছি। তোমাদের জন্য অনেক ভালোবাসা।

১১তম জন্মদিনে তোমাকে একঝুড়ি লাল গোলাপের শুভেচ্ছা। ১১ বছর ধরে অসংখ্য বাধা-বিপত্তি পেরিয়ে শত শিশু-কিশোরের আস্থা ও ভালোবাসার জায়গা হয়ে উঠেছ তুমি। ক্লাসের ফাঁকে, পড়ার টেবিলে, বইয়ের ফাঁকে সব সময় সঙ্গী হয়ে ছিলে তুমি। তোমার সঙ্গে আমার পরিচয়টা কিন্তু একটু স্পেশাল। গত বছর ঠিক এই অক্টোবর মাসে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়। এর পর থেকেই আমি তোমার নিয়মিত পাঠক। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো অগণিত ছেলেমেয়ের কৈশোরকে এত আনন্দোজ্জ্বল ও রঙিন করে তোলার জন্য। আশা করি তোমার ১১ তম জন্মবার্ষিকী খুব ভালো কাটবে। খুব ভালো থেকো। আমাদের জন্য ভালো থেকো। আবারও শুভ জন্মদিন।

লেখক : শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, মুকুল নিকেতন হাইস্কুল, ময়মনসিংহ

আরও পড়ুন

আরও পড়ুন