জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৩ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
আজ ২৩ ফেব্রুয়ারি। বাংলার ইতিহাসের আরেকটি বিশেষ দিন। ১৯৬৯ সালের আজকের এই দিনে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়। ঢাকার রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদের এক সংবর্ধনায় অবিসংবাদিত এই নেতা এ উপাধি লাভ করেন। সভায় উপস্থিত সবার সামনে এটি ঘোষণা দেন তোফায়েল আহমেদ। এর আগে ১৯৬৮ সালে শেখ মুজিবুর রহমান এবং আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে রাষ্ট্রদ্রোহের মামলায় পাকিস্তান সরকার কারাগারে প্রেরণ করে। মামলাটি ‘আগরতলা ষড়যন্ত্র’ মামলা নামে পরিচিত। সেই মামলায় অভিযোগ করা হয় যে বঙ্গবন্ধু কয়েকজন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ভারতের সঙ্গে মিলে পাকিস্তান সরকারের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করছেন।
মামলার খবর ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে ওঠে বাংলা। ফলে শুরু হয় তীব্র আন্দোলন। এমনকি ২৪ ঘণ্টার মধ্যে প্রিয় নেতাকে মুক্তি না দেওয়া হলে প্রতিবাদের আগুন জ্বালানোর হুমকি দেওয়া হয়। আন্দোলনের চাপে পড়ে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয়।