অনেক সময়ই আমরা যেটা বলতে চাই, সেটা বলার সময় তালগোল পাকিয়ে ফেলি। যার ফলে অর্থও পাল্টে কথাটি হাস্যকর হয়ে যায়।
তখন জেএসসি পরীক্ষা চলছে। ইংরেজি দ্বিতীয় পরীক্ষা। আমরা পরীক্ষা হলে বসে আছি; এখনো খাতা দেয়নি। আমি শিতি আর শেষাদ্রীকে জিজ্ঞেস করলাম, কম্পোজিশন কতটুকু লিখবি?’ শেষাদ্রী বলল, ২৫০ শব্দ তো, ৩০০ শব্দে লিখব। শিতি বলল, চার পৃষ্ঠা তো লিখতেই হবে। আমি তখন বললাম, ৩০০ শব্দের জন্য তিন পৃষ্ঠা লিখলেই হবে। কিন্তু আমি বললাম, তিন শব্দের জন্য ৩০০ পৃষ্ঠা লিখলেই হবে!