সবজান্তা গুগলের শুরু যেভাবে

গুগলছবি: রয়টার্স
জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৪ সেপ্টেম্বর ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

গুগল সার্চ ইঞ্জিন হলেও এখনকার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ‘গুগল করো’—কথাটি এখন শোনা যায় মুখে মুখে। আজ ৪ সেপ্টেম্বর। এই দিনেই শুরু হয়েছিল সবজান্তা গুগলের যাত্রা।

মজার ব্যাপার হলো, গুগলের নাম শুরুতে ছিল ব্যাকরাব, ১৯৯৬ সালে। ১৯৯৮ সালে লঞ্চের সময় সেটি পরিবর্তন করে হয়ে গেল গুগল। ল্যারি পেজ আর সের্গেই ব্রিন—দুই বন্ধুর হাত ধরে শুরু হয় এই সার্চ ইঞ্জিনের পথচলা। তবে অবাক করা বিষয় হলো, প্রথম সাত বছর ৪ সেপ্টেম্বর এর জন্মদিন পালন করা হলেও পরে এই তারিখটি বদলে যায়। ২৭ সেপ্টেম্বর গুগলের সার্চ ইনডেক্সে রেকর্ডসংখ্যক ওয়েবপেজ লিপিবদ্ধ করা হয়। ফলে ২০০৫ সাল থেকে সেই তারিখেই পালিত হয় গুগলের জন্মদিন।

আমেরিকান আইডল—বিশ্বের অন্যতম জনপ্রিয় গানের রিয়েলিটি শো। এর সূত্র ধরে পরে এসেছে ইন্ডিয়ান আইডল, এমনকি বাংলাদেশি আইডলও। সেই আমেরিকান আইডলের প্রথম আসরটি বসেছিল ২০০২ সালে। সেবার ৪ সেপ্টেম্বর ছিল সেই আসরের গ্র্যান্ড ফিনালে। এতে বিজয়ী হয়েছিলেন কেলি ক্লার্কসন। ক্যারিয়ারের শুরুটা তাঁর সেখান থেকেই। এরপর হয়ে ওঠেন অন্যতম জনপ্রিয় পপ সংগীতশিল্পী।

আরও পড়ুন