টয়লেট পেপার রোল যেভাবে পেলাম
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২২ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
আজকের এই দিনে : ২২ ডিসেম্বর
আধুনিক টয়লেট পেপার, বিশেষ করে রোল আকারে যেটা আমরা এখন ব্যবহার করি, সেই রোল বাজারে এসেছিল ১৮৯১ সালের আজকের এই দিনে। সেদিন মার্কিন উদ্ভাবক শেথ হুইলার প্রথমবারের মতো এই রোল-ধারার টয়লেট পেপার বাজারে নিয়ে আসেন।
শেথ হুইলারের এই উদ্ভাবনের পেছনে উদ্দ্যেশই ছিল, ব্যবহারকারীদের জন্য টয়লেট পেপার ব্যবহার সহজ এবং সুবিধাজনক করা। তাঁর নকশা করা টয়লেট পেপার রোল আকারের তো ছিলই, সেই সঙ্গে টয়লেট পেপারের টুকরাগুলো ছিঁড়ে নেওয়ার জন্য যুক্ত করা হয় ছোট আকারের ছিদ্র। এটি টয়লেট পেপার ব্যবহার বেশ সুবিধাজনক করে তোলে। সে বছর তিনি এই উদ্ভাবনের পেটেন্ট পান এবং এর ভিত্তিতেই আজকের টয়লেট পেপার রোলের ধারণাটি আসে।
এর আগে টয়লেট পেপার ভিন্ন ভিন্ন আকারে পাওয়া যেত, যেমন আলাদা কাগজের টুকরা। তবে রোল আকারে পেপার নিয়ে আসার ফলে এটি ব্যবহারে স্বাচ্ছন্দ্য আসে এবং দ্রুত সারা বিশ্বে এটি জনপ্রিয় হয়ে ওঠে। রোল আকারের এই টয়লেট পেপার আধুনিক স্যানিটেশনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আসছে বড়দিন। এরপরই ইংরেজি নববর্ষ। এ উপলক্ষে মাসখানেক আগে থেকেই সেজে ওঠে বিশ্বের বিভিন্ন শহর। এই সাজসজ্জার মূল আকর্ষণ হল ক্রিসমাস ট্রি। ১৮৮২ সালের আজকের এই দিনে প্রথমবারের মতো ক্রিসমাস ট্রি সাজাতে বৈদ্যুতিক বাতির ব্যবহার শুরু হয়।