বিড়াল নিয়ে প্রথম প্রদর্শনী

বিড়াল তো নয়, যেন সিংহের ছানা।
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৩ জুলাই, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

বিড়ালপ্রেমীদের জন্য এ এক বিশেষ দিন। এখন তো প্রায়ই ‘ক্যাট শো’র কথা শোনা যায়। নিজেদের রংবেরঙের বিভিন্ন প্রজাতির বিড়ালদের নানা ঢঙে সাজিয়ে শোর মঞ্চে হাজির হন বিড়ালপ্রেমীরা। থাকে বিভিন্ন প্রতিযোগিতা, এর ওপর ভিত্তি করে আবার দেওয়া হয় পুরস্কারও।

বিশ্বের প্রথম বিড়াল নিয়ে প্রদর্শনীটি হয়েছিল আজকের এই দিনে ১৮৭১ সালে। মার্কিন এক ভদ্রলোক হ্যারিসন ওয়ের ১৮৭১ সালে প্রথম লন্ডনের ক্রিস্টাল প্যালেসে ক্যাট শোর আয়োজন করেছিলেন। শুধু কি ব্রিটেন? চীন, জাপান, মধ্যপ্রাচ্য, ভারত বা ইউরোপের বিভিন্ন বর্ণাঢ্য পরিবার থেকে বিড়াল নিয়ে হাজির হয়েছিল এই ক্যাট শোতে। সব মিলিয়ে এ অনুষ্ঠানে অংশ নিয়েছিল ২৩ প্রজাতির ১৬০টির বেশি বিড়াল। তাদের নাকি আবার ১০০ নম্বরে পরীক্ষাও দিতে হয়েছিল! সেবার প্রায় ২০ হাজার দর্শকের নজর কেড়েছিল এই প্রদর্শনী। এর পর থেকে প্রায়ই এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

এ ছাড়া আজকের দিনে ১৯৩০ সালে উরুগুয়েতে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে ফ্রান্সের সঙ্গে ৪-১ গোলের ব্যবধানে মেক্সিকোর পরাজয় ঘটে।

আরও পড়ুন