জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০২ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
১৯২২ সালের ১৮ অক্টোবর যুক্তরাজ্যের সেই সময়ের তথ্যমন্ত্রী জন রেথের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন বা বিবিসির। বিবিসির প্রথম রেডিও সার্ভিসের শুরু হয় সেই বছরের ১৪ নভেম্বর। তবে টিভি সম্প্রচারটা শুরু হয় ১৯২৯ সালে। যদিও সেটি ছিল পরীক্ষামূলক। ১৯৩৬ সালের আজকের এই দিনে বিবিসি প্রথমবারের মতো হাই-ডেফিনিশন টেলিভিশন সম্প্রচার শুরু করে। যা ছিল দৈনিক সম্প্রচার।
আজ বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানের জন্মদিন। ‘বলিউড বাদশাহ’ হিসেবে খ্যাত এই অভিনেতা ১৯৬৫ সালের আজকের এই দিনে ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিকভাবেও সমান জনপ্রিয় এই অভিনেতা।
যদিও খ্যাতির তুঙ্গে থাকা এই অভিনেতার অভিনয়জীবনের শুরুটা ছিল বেশ কঠিন। সাধারণ পরিবার থেকে উঠে আসা শাহরুখ খানের শুরুটা ছিল টেলিভিশন ধারাবাহিক দিয়ে। এরপর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় এই অভিনেতার। যা তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘চক দে! ইন্ডিয়া’ এবং ‘মাই নেম ইজ খান’, ‘জাওয়ান’ সহ আরও অনেক জনপ্রিয় সিনেমার মাধ্যমে প্রতিভার জাদু ছড়িয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।