ভালোবাসি প্রিয় স্কুলকে
অবশেষে শেষ হলো পাঁচটি বছর। সেই ২০১৯ সালের ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন স্কুলে পা দিয়েছিলাম, তার পর থেকে আজ এই পাঁচটি বছর সেই প্রিয় স্কুলের প্রিয় গেট দিয়ে আমার যাতায়াত। কতশত স্মৃতি, হাসি, গান যে আমি হৃদয়ের মানসপটে জমা করেছি, তার কোনো ইয়ত্তা নেই। প্রিয় বন্ধুদের সঙ্গে বসা, টিফিন ভাগ করে খাওয়া—প্রতিটি মুহূর্তই আমার জন্য অনেক মূল্যবান। দশম শ্রেণির সেই ক্লাসরুমের প্রতিটি বেঞ্চ, দেয়াল আমাদের সুখময় মুহূর্তগুলো অনুভব করেছে। সেই ক্লাসরুমে জমা হয়েছে হাজারো পঙ্ক্তি, যেগুলো রচনা করেছি আমরা। হয়তো আর প্রিয় স্কুলে ফেরা হবে না। কিন্তু স্কুলের সেই ঘ্রাণ আমি কখনো ভুলব না। ভালোবাসি প্রিয় স্কুলকে এবং আমার প্রিয় বন্ধুদের।
লেখক: এসএসসি পরীক্ষার্থী, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার
আরও পড়ুন