খাবার ও পানি ছাড়া ফরাসি জীববিজ্ঞানীর আটলান্টিক পাড়ি

অ্যালেইন বোম্বার্ড
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৩ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজকের এই দিনে : ২৩ ডিসেম্বর 

বিশিষ্ট ফরাসি জীববিজ্ঞানী ও অভিযাত্রী অ্যালেইন বোম্বার্ড। ১৯৫২ সালের আজকের এই দিনে তিনি আটলান্টিক মহাসাগর পাড়ি দেন, একা! তাও আবার কোনো ধরনের স্বাভাবিক খাবার বা সুপেয় পানি ছাড়াই। কাঁচা মাছ, সামুদ্রিক শৈবাল এবং সামুদ্রিক পানিকে প্রয়োজন অনুযায়ী ফিল্টার করে ব্যবহার করেছিলেন এই অভিযাত্রী। 

অ্যালেইন বোম্বার্ডের এই অভিযান ছিল একটি পরীক্ষামূলক উদ্যোগ। একজন মানুষ যেকোনো ভয়াবহ পরিবেশেও প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে বেঁচে থাকতে পারে- এমনটাই প্রমাণ করতে চেয়েছিলেন তিনি। ১৯৫২ সালের ১৯ অক্টোবর তিনি ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে এল হারটিক নামের একটি নৌকা নিয়ে যাত্রা শুরু করেন। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ৬৫ দিন পর বার্বাডোসে পৌঁছান। এই দীর্ঘ যাত্রায় তিনি প্রায় ৪,৪০০ কিলোমিটার (২,৭০০ মাইল) পথ অতিক্রম করেন। এই অভিযানে তিনি চরম শারীরিক ও মানসিক ক্লান্তি এবং বেশ কয়েকবার প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হয়েছিলেন।

এছাড়াও ২০০৭ সালের আজকের এই দিনে নেপালে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে। 

আরও পড়ুন