২৭ হাজার গ্রহাণু খুঁজে বের করেছে এআই

স্পেস টেলিস্কোপ প্রতিবছর লাখ লাখ ছবি তুলে পৃথিবীতে পাঠায়। সেই ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নানা তথ্য খুঁজে পান। গ্রহাণু খুঁজে পাওয়াও তেমনই একটা কাজ। মানে ছবি দেখে বোঝা যায়, মহাকাশে কোথায় গ্রহাণু আছে। সে রকম বিশ্লেষণ করা কিছু ছবি থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খুঁজে পেয়েছে গ্রহাণু। তা–ও আবার ২৭ হাজার! আরও অবাক করা ব্যাপার হলো, এই ছবিগুলো কিন্তু আগে বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছে। তাঁরা এই গ্রহাণুগুলো খুঁজে পাননি। কিন্তু এআই ঠিকই খুঁজে পেয়েছে। এসব গ্রহাণু খুঁজে পেতে যে এআই ব্যবহার করা হয়েছে, তার নাম ‘ট্র্যাকলেট-লেস হেলিওসেন্ট্রিক অরবিট রিকভারি’। সংক্ষেপে এই কৃত্রিম বুদ্ধিমত্তাটির নাম থর। এটি ২৭ হাজার গ্রহাণু খুঁজে পেতে চার লাখের বেশি ছবি বিশ্লেষণ করেছে। ভবিষ্যতে আরও উন্নত ছবি তোলা সম্ভব হলে এআই আরও নিখুঁতভাবে ছবি বিশ্লেষণ করে দ্রুত গ্রহাণু আবিষ্কার করতে পারবে।

আরও পড়ুন