সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী। আমাদের আবাসস্থল এ গ্রহের দুই-তৃতীয়াংশ পানিতে পূর্ণ। এখন পর্যন্ত আমাদের জানা একমাত্র জীবনধারণযোগ্য গ্রহ এটি। পৃথিবীর বায়ুমণ্ডলে আছে জীবনের জন্য উপযোগী নাইট্রোজেন ও অক্সিজেন। পৃথিবীর পৃষ্ঠ তার অক্ষের চারপাশে প্রতি সেকেন্ডে ৪৬৭ মিটার ঘোরে, যা ঘণ্টায় ১ হাজার ৬০০ কিলোমিটারের সামান্য বেশি। পৃথিবী সূর্যের চারপাশে প্রতি সেকেন্ডে প্রায় ২৯ কিলোমিটার বেগে ঘোরে। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ।
পরিসংখ্যান
ব্যাস : ১২ হাজার ৭৬০ কিলোমিটার (৭ হাজার ৯২৬ মাইল)।
বছর : ৩৬৫ দশমিক ২৪ দিন।
দিনের দৈর্ঘ্য : ২৩ ঘণ্টা ৫৬ মিনিট।
আরও পড়ুন