জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১২ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
ছোটবেলার অনেক অভ্যাস সময়ের সঙ্গে মুছে গেলেও প্রতিদিনের খুঁটিনাটি ডায়েরির পাতায় টুকে রাখার সুন্দর অভ্যাসটি আমাদের অনেকেরই রয়ে গেছে। ইতিহাসে আমাদের মতো একজন এভাবে ডায়েরি লিখে বিখ্যাত হয়ে আছে। আনা ফ্রাঙ্কের কথা বলছি। সবার মতো প্রতিদিনের সাধারণ ঘটনা নিয়ে ডায়েরি লেখা হতো না ওর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকাময় দিনগুলোর বর্ণনা ছিল এই কিশোরীর ডায়েরির প্রতিটি পাতায়, যা এখনো মন খারাপ করিয়ে দেয় পাঠকদের।
পুরো নাম আনেলিস মারি আনা ফ্রাঙ্ক। ১৯২৯ সালের আজকের এই দিনে জার্মানির ফ্রাঙ্কফুর্টে জন্মগ্রহণ করে এই কিশোরী। তবে জীবনের বেশির ভাগ সময় কেটেছে নেদারল্যান্ডসের আমস্টারডামে। যে ডায়েরির কারণে পৃথিবী চিনেছে আনাকে, সেটি ১৩তম জন্মদিনে উপহার হিসেবে পেয়েছিল। সেখানে ১২ জুন ১৯৪২ থেকে ১ আগস্ট ১৯৪৪ সাল পর্যন্ত সময়ের ঘটনা লেখা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার নানা বর্ণনা ফুটে উঠেছে সেখানে।
এ ছাড়া আজ ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ২০০২ সালে প্রথম দিবসটি পালন শুরু করে।