প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষণ

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর মরুভূমিতে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা হয়ছবি: সংগৃহীত
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৬ জুলাই, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়াবহতা বিশ্ববাসী আজও ভোলেনি। একটি অস্ত্র কতটা ভয়ংকর হতে পারে, তা এ ঘটনাই বলে দেয়। এর আগে পারমাণবিক অস্ত্র দিয়ে হামলার ঘটনা ইতিহাসে দেখা যায়নি। হিরোশিমা ও নাগাসাকির সে ঘটনার কয়েক মাস আগে ১৯৪৫ সালের আজকের এই দিনে পারমাণবিক অস্ত্রের প্রথম পরীক্ষামূলক ব্যবহারের ঘটনা ঘটে এবং সেটি সফলও হয়। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর মরুভূমিতে এই ইতিহাস রচিত হয়। নতুন এক যুগে পা দেয় বিশ্ব। সেই পরীক্ষা কার্যক্রমের কোড নাম ছিল ‘ট্রিনিটি’।

যানবাহনের পার্কিং–ব্যবস্থার সঙ্গে আমরা পরিচিত। বিভিন্ন জায়গায় এ সুবিধা নিতে দিতে হয় টাকা। ১৯৩৫ সালের ১৬ জুলাই প্রথম অর্থের বিনিময়ে পার্কিংয়ের ব্যবস্থা চালু হয়। সেবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরে প্রথমবারের মতো বসানো হয় ‘পার্ক-ও-মিটার নং ১’ নামের একটি যন্ত্র। এটি পার্কিং মিটার নামেও পরিচিত। এর উদ্ভাবক ছিলেন যুক্তরাষ্ট্রের কার্ল সি ম্যাগি।

আরও পড়ুন