বন্য প্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষায় সচেতনতা এবং বন্য প্রাণী সংরক্ষণ উৎসাহিত করতে শুরু হচ্ছে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড। প্রথমবারের মতো আয়োজিত এই অলিম্পিয়াডে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে। অলিম্পিয়াডে নিবন্ধন করা যাবে আগামী ১০ মে ২০২৪ তারিখ পর্যন্ত। অলিম্পিয়াডের ওয়েবসাইট www.bfdwlo.org এ নিবন্ধন করা যাবে। দেশব্যাপী ৬৪ জেলায় এই অলিম্পিয়াড আয়োজিত হবে। জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড। অলিম্পিয়াড হবে ১০ মে থেকে ১০ জুলাই ২০২৪ পর্যন্ত সময়ের মধ্যে। জেলা পর্যায়ে অংশগ্রহণকারীরা ই-সার্টিফিকেট পাবে। বিজয়ীরা পাবে টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল। জাতীয় পর্বের বিজয়ীরা টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল পাবে। জাতীয় পর্বের প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় বিজয়ী পাবে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা।