কিশোর আলোর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘নগদ কিআ কার্নিভ্যাল ২০২৩’। জনপ্রিয় মডেল, অভিনেতা ও অভিনেত্রীদের পদচারণে আয়োজিত হয়েছে জমজমাট এক কার্নিভ্যাল। চলচ্চিত্র কর্মশালায় ছিলেন হাওয়া সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন। কী বলেছিলেন তিনি?
চলচ্চিত্রবিষয়ক কর্মশালা পরিচালনা করেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। পরিচালক হয়ে ওঠার যাত্রার কথা শোনাতে গিয়ে তিনি বলেন, ‘আমি খুঁজতে খুঁজতে আর কিছু না পেয়ে নির্মাতা হয়েছি।’ তাঁর মতে, ভালো লাগার কাজটি খুঁজে বের করতে সময় দেওয়া উচিত। উদাহরণ দিতে গিয়ে শোনালেন নিজের গল্প।
জানা গেল, সংগীতশিল্পী কবীর সুমনের থেকে প্রভাবিত হয়ে গানের ভুবনে প্রবেশ করেছিলেন। একপর্যায়ে বন্ধুদের সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড মেঘদল। এর পাশাপাশি লিখেছেন কবিতা, শিখেছেন অ্যানিমেশন। চারুকলায় পড়ার সুবাদে করেছেন আঁকাআঁকিও।
একদিন এল ‘মাহেন্দ্রক্ষণ’। সুমন বান্দরবানে বেড়াতে গেলেন। সঙ্গে নিলেন বন্ধুর হ্যান্ডিক্যাম। যাত্রার শুরু থেকে শেষ, ক্যামেরায় বন্দী করলেন সবটাই। তবে এখনকার ভ্লগের মতো নয়; বরং অনেকটা ফিকশনের আদলে। ঢাকায় ফিরে সেই ফুটেজ সম্পাদনা করলেন এক মাস সময় নিয়ে। তা দেখানো হলো চারুকলায়। প্রশংসা করলেন অনেকেই। সুমন উপলব্ধি করলেন, নির্মাণই তাঁর গন্তব্য।