আদুরে বিড়াল গারফিল্ড

অলংকরণ: সব্যসাচী চাকমা

এসএসসি পরীক্ষা শেষ। রাস্তা দিয়ে উদ্‌ভ্রান্তের মতো হাঁটছি। হঠাৎ চোখে পড়ল একটা বিড়াল । রং সাদা, চোখ সবুজ। ভীষণ যন্ত্রণায় চিৎকার করছে। কোলে তুলে নিয়ে দেখলাম শরীরে কোনো আঘাত নেই। ভাবলাম ক্ষুধার জন্য চিৎকার করছে। বাসায় এনে দুধ দিলাম বিড়ালটাকে। খেয়ে একটু সুস্থ হয়ে উঠল। বাসায় কোনো বিড়াল নেই। ভাবলাম ওকে পুষব। নাম দিলাম গারফিল্ড। খুব আদুরে বিড়াল ও। একদিন বাসায় এসে দেখি, গারফিল্ড কেমন ছটফট করছে। কিছু বুঝতে না পেরে কাছের পশু হাসপাতালে নিয়ে গেলাম ওকে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, ওকে বাঁচানো সম্ভব হয়নি। ফুসফুসে আগেই সমস্যা ছিল ওর। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। গারফিল্ডের সঙ্গে কাটানো কয়েক দিন আমি কখনো ভুলব না।

আরও পড়ুন