পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় উল্কাপিণ্ড কোনটি

আগেই বলেছি, যখন উল্কা বায়ুমণ্ডলে ঘর্ষণে সম্পূর্ণ ধ্বংস না হয়ে পৃথিবীতে পড়ে তখন একে উল্কাপিণ্ড বলে। পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় উল্কাপিণ্ড হলো ১৯২০ সালে নামিবিয়াতে আবিষ্কৃত হোবা উল্কা। হোবা উল্কাটির ওজন প্রায় ৫৪ হাজার কেজি। হোবা উল্কাপিণ্ডটি এত বড় ও ভারী যে এটি যেখান থেকে পাওয়া গেছে সেখান থেকে সরানো হয়নি। বেশিরভাগ উল্কাপিণ্ড দেখতে অনেকটা পৃথিবীতে পাওয়া পাথরের মতো। ধারণা করা হয়, হোবা উল্কাপিণ্ডটি ৮০ হাজার বছরেরও আগে পৃথিবীতে এসে পড়েছিল।

আরও পড়ুন