প্রথম এভারেস্ট জয়ের সেই সোনালি দিন

এভারেস্ট অভিযানে বিশেষ মুহূর্তে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৯ মে, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • ছোটবেলার সাধারণ জ্ঞানের খুব কমন প্রশ্ন ছিল—প্রথম এভারেস্টের চূড়ায় পা রেখেছিল কে? উত্তর—এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে। আজ থেকে ঠিক ৭১ বছর আগে বিশ্বের সবোর্চ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট প্রথম জয় করে ইতিহাসে সোনালি অক্ষরে নাম লিখিয়েছিলেন তাঁরা। ১৯৫৩ সালের আজকের এই দিনে মানবজাতির ইতিহাসে প্রথম এভারেস্ট চূড়ায় পা রেখেছিল কোনো মানুষ।

    তখনকার সময়ে পর্বত আরোহণের জন্য এখনকার মতো কোনো অত্যাধুনিক সরঞ্জাম ছিল না। তা–ও কীভাবে অসাধ্যকে সাধন করেছিলেন এডমন্ড হিলারি? সেই অভিযান মোটেও সহজ ছিল না। ১৯৫৩ সালে প্রথম এভারেস্ট জয়ের আগে এই দুই আরোহী এর আগে প্রায় ৩০ বছর ধরে এভারেস্ট জয়ের চেষ্টা করছিলেন। তেনজিং নোরগে নিজেই প্রায় বারই এই ব্যর্থ চেষ্টা করে ফিরে আসেন। অবশেষে যখন দুই সাহসী বীর মিলে অসাধ্যকে সাধন করেন, তখন যেন পুরোটাই অবিশ্বাস্য মনে হয়েছিল তাঁদের। শৃঙ্গে পৌঁছে মাত্র ১৫ মিনিট সেখানে অবস্থানের সুযোগ হয়েছিল তাঁদের। কারণ, কৃত্রিম অক্সিজেনের পরিমাণ প্রায় ফুরিয়ে গিয়েছিল। এত প্রতিকূলতার পরও হার মানেননি তাঁরা, অনুপ্রেরণা হয়ে রয়ে গেছেন বিশ্ববাসীর কাছে।

  • ১৯৫৪ সালের আজকের এই দিনে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এ কে ফজলুল হকের নেতৃত্বে গঠিত হওয়া যুক্তফ্রন্টের মন্ত্রিসভা বাতিল ঘোষণা করা হয়। এই সরকারের স্থায়িত্ব ছিল মাত্র ৫৬ দিন।

  • দুই দিন ধরে দেশজুড়ে চলছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব। ইতিমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনাও নিশ্চিত করা গেছে। ১৯৬৩ সালের এমনই এক ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ২২ হাজার লোকের প্রাণহানি ঘটে।

  • আজ বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা প্রয়াত হুমায়ুন ফরীদির জন্মদিন।

আরও পড়ুন