যে দাবানলে প্রাণ হারিয়েছে ৩০০ কোটি বন্যপ্রাণী
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৯ ডিসেম্বর, ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
আজকের এই দিনে: ১৯ ডিসেম্বর
২০১৯ সালের আজকের এই দিনে অস্ট্রেলিয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তীব্র দাবানলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সেই দেশের সরকার। দাবানল এত ভয়ংকর রূপ ধারণ করে যে তা পুরো অস্ট্রেলিয়ার প্রাকৃতিক ও মানবিক অবকাঠামোর উপর ভয়ংকর প্রভাব ফেলা শুরু করে।
ওই সময় দেশজুড়ে প্রায় ১০০টি সক্রিয় দাবানল জ্বলছিল, যা দেশটির প্রধান বনাঞ্চল, ঘরবাড়ি, এবং বাস্তুসংস্থানের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাপমাত্রা রেকর্ড মাত্রায় বেড়ে গিয়েছিল এবং প্রবল বাতাস দাবানলের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছিল। দাবানলের কারণে ধোঁয়া শহরাঞ্চলগুলো পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, ফলে বাসিন্দাদের শ্বাস-প্রশ্বাসেও সমস্যা দেখা দেয়।
দাবানলের তীব্রতায় সেই সময় এক কোটির বেশি হেক্টর জমি পুড়ে যায়। প্রায় ৩০০০ ঘরবাড়ি ধ্বংস হয় এবং প্রায় ৩৩ জন মানুষের মৃত্যু ঘটে। এই সংকটে প্রাণ হারায় প্রায় ৩০০ কোটি বন্যপ্রাণী।
এছাড়াও ১৯৮৩ সালের আজকের এই দিনে চুরি হয়ে যায় বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফি। এই ঘটনাটি ঘটেছিল ব্রাজিলে।