কদিন পরই তোমাদের পরীক্ষা শেষ। বেশ খানিকটা সময় পাবে হাতে। তাই ভাবলাম এমন কিছু করা যাক যাতে তোমাদের সময়টা ভালো কাটবে। তোমরা অনেকেই বলেছ এমন একটা সংখ্যা প্রকাশের কথা, যেখান থেকে নানা কিছু বানাতে পারবে।
সে জন্যই নো DIY সেলফ। বাংলায় বলা যায় ‘এসো নিজে করি’। পৃথিবীজুড়ে DIY (ডু ইট ইয়োরসেলফ) ব্যাপক জনপ্রিয়। তোমাদের জন্য বেশ কিছু ক্র্যাফট বানানোর নিয়ম দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি এমনকিছু ক্র্যাফট তৈরি করতে যেগুলোর উপাদান তোমাদের হাতের কাছেই আছে। একটু চেষ্টা করলেই তোমরা বানাতে পারবে। আরেকটা ব্যাপার, আমরা চেষ্টা করেছি আমাদের দেশীয় কিছু ক্র্যাফট তৈরি করতে। সঙ্গে কিছু মজার ক্র্যাফটও রয়েছে। তোমরা নিয়মগুলো দেখে ক্র্যাফটগুলো তৈরি করে ফেলো। চাইলে ছবি তুলে আমাদের পাঠাতেও পারো। যদি তোমাদের ভালো লাগে, ভবিষ্যতেও আমরা এরকম আয়োজন করব।
তোমাদের জন্য এই ক্র্যাফটগুলো তৈরি করেছেন সাদিয়া শারমিন। তাঁর সহযোগী হিসেবে ছিলেন মো. শামীম হোসাইন, শাদিনা শুকরিয়া, ও আবু তালেব রাফি। লিখেছে রওনাক জাহান ও আসহাবিল ইয়ামিন। ছবি তুলেছেন আব্দুল ইলা।
বানাতে যা যা প্রয়োজন—
১. কার্টন বোর্ড বা কেক বোর্ড
২. গাছের ঝরা পাতা
৩. এমআর গ্লু বা আঠা
৪. ফেব্রিক রং ও তুলি
ধাপ ১
ইচ্ছেমতো মাউন্ট বোর্ডে মুখ আকৃতির একটি চিত্র এঁকে নিই।
ধাপ ২
সাদা, হলুদ, লাল মিশিয়ে মুখ রং করি।
ধাপ ৩
পছন্দমতো শুকনা পাতা চুলের অংশে আঠা দিয়ে পরপর বসিয়ে দিই।
ধাপ ৪
এরপর শুকনা ফুল ও পাতা দিয়ে আঁকা ছবিটি ইচ্ছেমতো সাজিয়ে নিই।
ধাপ ৫
তুলি ও রং দিয়ে পাতার মুখের চোখ, নাক, ঠোঁটের আউটলাইন এঁকে নিলেই হয়ে যাবে পাতার মুখ।