বর্ণমেলায় শিশু-কিশোরদের জন্য বর্ণাঙ্কন প্রতিযোগিতা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের অংশ হিসেবে একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘বর্ণমেলা’। বাংলা বর্ণমালা, ভাষা ও ভাষাগত ঐতিহ্যের পাশাপাশি এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে এ মেলায়। ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।
তুমি যদি স্কুলে পড়ো, তবে তোমার জন্য বর্ণমেলায় থাকছে আঁকাআঁকির সুযোগ। বর্ণমেলায় আঁকতে চাইলে সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গনে চলে আসতে হবে সকাল ৯টার মধ্যে। এখানে তুমি আঁকতে পারবে মা–বাবার দুরন্ত শৈশবের রঙিন ছবি।
ছবি আঁকতে সঙ্গে আনতে হবে ছবি আঁকার রং–পেনসিলসহ অন্যান্য সরঞ্জাম।
বর্ণাঙ্কন প্রতিযোগিতার তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে।
‘ক’ বিভাগ: তৃতীয় শ্রেণি পর্যন্ত
‘খ’ বিভাগ: চতুর্থ–ষষ্ঠ শ্রেণি
‘গ’ বিভাগ: সপ্তম–দশম শ্রেণি
২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে ১০টায় অনুষ্ঠিত হবে বর্ণমেলা। বর্ণমেলায় থাকবে কিশোর আলো।