ভাষার মাস এখন বইয়ের মাস। এ মাসে অমর একুশে বইমেলা আয়োজিত হয়। সারা দেশে ছোট–বড় নানা রকম মেলার আয়োজন চলে। বই পড়া ও কেনার মাধ্যম এসব বইমেলা। বইপ্রেমীরা এসব মেলায় ভিড় করেন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এমন এক মেলার আয়োজন করা হয়েছে। কালিহাতী সাধারণ পাঠাগার, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কালিহাতী বইমেলা–২০২৪। এবারে ১৫তম আয়োজন করা হয়েছে। তিন দিনের এই মেলা শুরু হয় ২৪ ফেব্রুয়ারি। উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।
তিন দিনের এই মেলায় প্রতিদিনই মূলমঞ্চে অনুষ্ঠিত হয়েছে স্কুল ও কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গণে ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০টির বেশি বইয়ের স্টল। আয়োজনের প্রথম দিন বিকেলে ছিল আলোচনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। আলোচক হিসেবে অনুষ্ঠানে অংশ নেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম সাইফুল্লাহ। আরও ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. ইসমাইল হোসেন। আলোচকেরা বাংলা এবং বাঙালির গৌরবময় ইতিহাস নিয়ে কথা বলেন।
২৬ ফেব্রুয়ারি ছিল বইমেলার সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী। তিন দিনব্যাপী চলা এ বইমেলায় মিডিয়া পার্টনার ছিল কিশোর আলো।