কাগুজে রকেট কেমন করে বানাব

চলো শিখি, কীভাবে কাগজ দিয়েই রকেট বানানো যায়।

রকেটফাইল ছবি, রয়টার্স

উপকরণ

১. কাগজ

২. পেনসিল

৩. কাঁচি

৪. আইকা বা স্কচটেপ

৫. স্ট্র

রকেটের আকার–আকৃতি

শুরুতে ছবির মতো পেনসিলের সাহায্যে রকেটের জন্য ২টি করে মোট ৪টি সমান আকৃতির পাখা ও একটি লম্বাটে আয়তাকার বক্স এঁকে নাও কাগজে। আয়তক্ষেত্রটি হবে রকেটের মূল কাঠামো। খেয়াল করে দেখো, পাখার সামনে পেছনে একটু বাড়তি অংশ রাখা আছে। আইকা বা স্কচটেপ দিয়ে রকেটের মূল কাঠামোর সঙ্গে জুড়ে দিতে এ অংশ কাজে লাগবে।

এবার এঁকে নেওয়া অংশগুলো কাঁচির সাহায্যে কেটে নাও।

কাগজের লম্বাটে আয়তাকার অংশটি এবার পেনসিল বা স্ট্রর গায়ে রোল করে পেঁচিয়ে নাও। প্যাঁচানো অংশ যাতে ছুটে না যায়, তার জন্য আইকা বা স্কচটেপ দিয়ে ভালোভাবে এঁটে নাও।

আরও পড়ুন

২. রকেটের মূল কাঠামোর নিচের অংশে পাতাগুলো জুড়ে দাও। প্রথমে দুটি পাখার একটি কাগজ রকেটের নিচের অংশে ধরে পাখার ওপরে-নিচে থাকা বাড়তি অংশের ওপর দিয়ে স্কচটেপ পেঁচিয়ে তা রকেটের মূল কাঠামোর সঙ্গে জুড়ে দিতে হবে।

অন্য দুটি পাখার কাগজটি এবার সেট করা আগের কাজটির বিপরীত পাশে এমনভাবে সেট করো, যেন আগের দুটি পাখার সঙ্গে এখনকার পাখা দুটি সমান্তরালে থাকে।

আরও পড়ুন

৩. এবার প্রতিটি পাখা এমনভাবে সেট করো, যাতে একটি পাখা এর নিকটবর্তী পাখার সঙ্গে সমকোণে অর্থাৎ ৯০ ডিগ্রি কোণে অবস্থান করে।

রকেটের নিচ থেকে দেখলে, পাখাগুলো দেখতে অনেকটা যোগ (+) চিহ্নের মতো দেখাবে। ছবিতে যেমনটা দেখাচ্ছে।

৪. এবার রকেটের মাথা বানানোর পালা। খেয়াল করে দেখো, রকেটের ওপরে ও নিচের বৃত্তাকার অংশ দুটি খোলা।

ওপরের খোলা অংশটি মোচড় দিয়ে বন্ধ করে দাও। এই বন্ধ করা অংশটি স্কচটেপ দিয়ে এমনভাবে জুড়ে দিতে হবে যেন রকেটের নিচের অংশে ফুঁ দিলে মাথার এই অংশ থেকে বাতাস বেরিয়ে না যায়।

৫. এবার রকেটকে লঞ্চের জন্য প্রস্তুত করার পালা!

রকেটের মূল কাঠামোর ভেতরে থাকা পেনসিল সরিয়ে এখানে একটা ফাঁপা স্ট্র প্রবেশ করাও।

এবার রকেটের নিচের অংশে থাকা স্ট্রতে ‘তিন, দুই, এক ... লঞ্চ’ বলে ফুঁ দিয়ে উড়িয়ে দাও রকেট!

আরও পড়ুন