হুমায়ূন আহমেদের জন্মদিনে রউফ কলেজে চলচ্চিত্র পর্যালোচনা অনুষ্ঠান

রউফ কলেজ সাহিত্য ক্লাবের সদস্য

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের ‘রউফ কলেজ সাহিত্য ক্লাব’ আয়োজন করছে একটি বর্ণিল আয়োজন। ১৩ নভেম্বর বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে ‘রউফ কলেজ সাহিত্য ক্লাব’ আয়োজন করছে ‘ইন্টার পিলখানা হুমায়ূন চলচ্চিত্র পর্যালোচনা’।

চলচ্চিত্র হিসেবে নির্বাচন করা হয়েছে দারুচিনি দ্বীপকে। হুমায়ূন আহমেদের লেখা জনপ্রিয় বই দারুচিনি দ্বীপ থেকে গুণী পরিচালক তৌকীর আহমেদ তৈরি করেছেন চলচ্চিত্র। শিশু-কিশোরদের হুমায়ূন আহমেদের কাজের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন করেছে ক্লাবটি।

সিনেমা রিভিউর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে অনলাইনে। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে কলেজ অডিটরিয়ামে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজিবির কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে চলচ্চিত্র পরিবেশনায় থাকছে চ্যানেল আই এবং অনলাইন চ্যানেল পার্টনার এটিএন বাংলা। অনুষ্ঠানের ম্যাগাজিন পার্টনার কিশোর আলো।

আরও পড়ুন