ছায়া দেখে পরিমাপ করো

আধুনিক প্রযুক্তির যুগে হিসাব-নিকাশের জন্য নানা গ্যাজেট পাওয়া যায়। ফলে আমরা বেশি মাথা খাটাতে চাই না। সমস্যার সমাধান করে দেয় গ্যাজেট। তবে এখানকার সমস্যাগুলোর সমাধান গ্যাজেটের সাহায্যে করা যাবে না। করতে হবে বুদ্ধি খাটিয়ে।

বলো তো, তোমার বাড়িটি কতটুকু লম্বা? আচ্ছা বাড়ির পাশের গাছটার উচ্চতা বলতে পারবে? ভাবছ, গাছের উচ্চতা আবার কীভাবে মাপবে? রৌদ্রোজ্জ্বল দিনে নিজের ছায়া ব্যবহার করে এটা মাপা খুব সহজ। সূর্য যখন ৪৫ ডিগ্রি কোণ করে থাকবে, তার ঠিক আগে এটা মাপা বেশি সহজ।

তোমার যা যা প্রয়োজন হবে:

একটি রৌদ্রোজ্জ্বল দিন

মাপার জন্য একটি ফিতা

প্রথম ধাপ

গাছের দৈর্ঘ্য মাপার জন্য কোনো রৌদ্রোজ্জ্বল দিন বেছে নাও। খেয়াল রাখবে, সূর্য যেন তোমার পেছনে থাকে। এবার তুমি মাটিতে শুয়ে পড়ো এবং তোমার পা থেকে মাথা পর্যন্ত ছায়ার দৈর্ঘ্য মেপে রাখো।

দ্বিতীয় ধাপ

এবার তুমি উঠে দাঁড়িয়ে অপেক্ষা করো। ভালো করে লক্ষ করো। সূর্য যখন ৪৫ ডিগ্রি কোণে থাকবে, তখন তোমার ও তোমার ছায়ার উচ্চতা সমান হবে।

আরও পড়ুন

তৃতীয় ধাপ

তুমি যে গাছটির দৈর্ঘ্য মাপতে চাও, তার ছায়া মেপে রাখো। কারণ, সূর্য ৪৫ ডিগ্রিতে এলে গাছের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হয়।

তোমার ও তোমার ছায়ার দৈর্ঘ্য সমান না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে না চাইলেও কোনো সমস্যা নেই। একটি ফিতা দিয়ে তোমার ও তোমার ছায়ার দৈর্ঘ্যের পার্থক্য হিসাব করে রাখো। ধরো, ছায়ার দৈর্ঘ্য তোমার উচ্চতার অর্ধেক। তাহলে ছায়ার দৈর্ঘ্য দ্বিগুণ করে দিলেই তোমার উচ্চতার সমান হয়ে যাবে।

আরও পড়ুন