৭ জানুয়ারি। জানুয়ারি মাসের কিআ পুরোটা পড়া শেষ করেছি। এখন আমার সামনে বড় এক চিন্তা। কিআতে ছাপানোর জন্য কী লিখব? মাথায় কোনো আইডিয়া আসছে না। কী নিয়ে লিখলে ভালো হবে, তা নিয়ে ভাবতে ভাবতে কখনো আম্মুর কাছে যাই, কখনো আপুর কাছে। তখন আমার একটাই লক্ষ্য—একটি ভালো গল্প খুঁজে বের করা। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কিন্তু মনের মতো কোনো বিষয় খুঁজে পেলাম না।
সন্ধ্যায় নাশতা খেয়ে গৃহশিক্ষকের কাছে পড়তে বসলাম; কিন্তু মনে তখনো একটাই প্রশ্ন আটকে আছে, ‘কী লিখব?’
তখনই মাথায় অসাধারণ একটি বুদ্ধি এল। আমি তো এতক্ষণ ধরে কী লিখব তা নিয়ে চিন্তা করছি। এই চিন্তাটাই তো আমার অভিজ্ঞতা! আমার দিনটির গল্পই যদি কিআতে পাঠাই? নতুন কিছু লিখতে না পারলেও নিজের এই অভিজ্ঞতাটি তো শেয়ার করাই যায়, তাই না!
তখনই মনটা একটু হালকা হলো। একদিকে নতুন অভিজ্ঞতা হলো, অন্যদিকে কিআতে পাঠানোর জন্য দারুণ একটা গল্পও পেয়ে গেলাম। লিখতে বসে বুঝলাম, গল্প সব সময় দূরে নয়, আমাদের চারপাশেই থাকে। শুধু তা ঠান্ডা মনে খুঁজতে হয়।
লেখক: শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, সামসুল হক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা