দুর্ঘটনা বলেকয়ে আসে না

অলংকরণ: সব্যসাচী চাকমা

আমার দাদির বাসায় সব সময় যাওয়া হয় না। সে জন্য স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হলেই, আমার পরিবারের সদস্যরা মিলে তখন দাদিবাড়ি যাই। সালটা ছিল ২০২২ সাল। আমার পরীক্ষা শেষ করে আমার দাদিবাড়ি যাই। বেশ কিছুদিন ছিলাম দাদির বাসায়। আমার স্কুলও খুলবে আবার কোচিংও আছে। তাই আম্মু বলল, এবার বাসায় ফিরতে হবে।

আমরা দুপুরে খাবার খেয়ে দাদিবাড়ি থেকে কুষ্টিয়ায় আসার জন্য রওনা হলাম। আমি খুবই ক্লান্ত ছিলাম, তাই বাসেই ঘুমিয়ে পড়েছিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ অনেক জোরে একটা ঝাঁকি লাগল। ঘুম ভেঙে গেল আমার। চোখ খুলে দেখি সবাই বাস থেকে নেমে যাচ্ছে। হঠাৎ বুঝলাম, বাসটা পুরা এক পাশ অনেক হেলে আছে। তখন শুধু ভাবছিলাম, আমাদের বাসটি উল্টে খালে পড়বে আর আমরা সবাই মারা যাব। এ সময় আমি খুবই ভয় পেয়েছিলাম। আল্লাহর রহমতে আমরা সুস্থভাবে নামতে পেরেছিলাম।

রাস্তার পাশেই একটা পুরোনো স্কুলে গিয়ে দাঁড়িয়ে ছিলাম আমরা। আমি ফোনে বা টিভিতে দেখতাম বাস উল্টে অনেক মানুষ আহত হয়, আবার অনেকে মারাও যায়। তখন খালি আমার মাথায় এগুলো ঘুরছিল। আমি কোনো দিন ভাবিনি আমাদের সঙ্গেও এমন ঘটনা ঘটবে। সবকিছু মিলিয়ে একটা ভয়ংকর অভিজ্ঞতা হয়েছিল। সে জন্যই হয়তো সবাই বলে দুর্ঘটনা বলেকয়ে আসে না।

লেখক: শিক্ষার্থী, সপ্তম শ্রেণি, স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া

আরও পড়ুন