চাঁদের কক্ষপথে প্রথম মনুষ্যবাহী নভোযান

অ্যাপোলো-৮-এর প্রধান তিন নভোচারী- কমান্ডার ফ্রাঙ্ক বোরম্যান, কমান্ড মডিউল পাইলট জিম লোভেল, এবং লুনার মডিউল পাইলট উইলিয়াম অ্যান্ডার্সছবি: সংগৃহীত
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৪ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজকের এই দিনে : ২৪ ডিসেম্বর 

১৯৬৮ সালের ২১ ডিসেম্বর পৃথিবী থেকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা অ্যাপোলো-৮ প্রথম মানুষবাহী নভোযান উৎক্ষেপণ করে। এরপর ২৪ ডিসেম্বর চাঁদের কক্ষপথে প্রবেশ করে এই নভোযানটি। 

অ্যাপোলো-৮-এর প্রধান তিন নভোচারী ছিলেন কমান্ডার ফ্রাঙ্ক বোরম্যান, কমান্ড মডিউল পাইলট জিম লোভেল, এবং লুনার মডিউল পাইলট উইলিয়াম অ্যান্ডার্স। এই অভিযানের সময় তাঁরা চাঁদের পৃষ্ঠের বিশদ পর্যবেক্ষণ করেন এবং প্রথমবারের মতো চাঁদের পেছনের অংশের (ফার সাইড) ছবি তোলেন।

এই অভিযানের উল্লেখযোগ্য যে ব্যাপারটি ছিল তা হল- ‘পৃথিবী চাঁদের দিগন্তের ওপরে উদীয়মান’ এমন এক ছবি যা ‘আর্থরাইজ’ নামে পরিচিত।

অ্যাপোলো-৮ নভোযান চাঁদের ১০টি কক্ষপথ ঘোরার পর ২৫ ডিসেম্বর পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করে। এরপর ২৭ ডিসেম্বর সফলভাবে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। এই মিশনটি চাঁদে মানুষের অবতরণের জন্য পরবর্তী অ্যাপোলো-১১ অভিযানের ভিত্তি স্থাপন করে।

ফোর্ড কোম্পানির কথা তো নিশ্চয়ই শুনেছ। এছাড়াও ১৮৯৩ সালের আজকের এই দিনে এই কার কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড প্রথমবারের মতো ইঞ্জিনের সফল পরীক্ষা চালান।

আরও পড়ুন