শুভ জন্মদিন, জাস্টিন বিবার!

জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারফাইল ছবি: রয়টার্স
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০১ মার্চ ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

আজ ১ মার্চ বিশ্ব সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পী জাস্টিন বিবারের জন্মদিন। তাঁর পুরো নাম জাস্টিন ড্রিউ বিবার। ১৯৯৪ সালে কানাডার লন্ডনের ওন্টেরিওতে জন্ম এই পপ তারকার। ২০০৯ সালে মুক্তি পায় জাস্টিন বিবারের প্রথম একক সংগীত ‘ওয়ান টাইম’, যা মুহূর্তের ভেতর পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করে। বিবারই প্রথম শিল্পী, যাঁর প্রথম অ্যালবামের গোটা সাতটি গানই জায়গা করে নেয় বিলবোর্ড হট হান্ড্রেড তালিকায়।

আজ থেকে শুরু হলো স্বাধীনতার মাস মার্চ। এই মাসের প্রতিটি দিন বাংলাদেশের মুক্তির ইতিহাসের সঙ্গে বিশেষভাবে জড়িত। ১৯৭১ সালের ১ মার্চ গঠিত হয় ‘স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ’। স্বাধীনতাসংগ্রামকে সামনে রেখে তৎকালীন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে, সে বিষয়ে ইশতেহার ঘোষণার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল এই পরিষদ।

আরও পড়ুন

এর আগে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আজকের এই দিনে মাত্র দুই দিন সামনে রেখে ৩ মার্চ ডাকা জাতীয় পরিষদের অধিবেশন অনিদির্ষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। ফলে মুহূর্তের মধ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে পুরো দেশে।

এ ছাড়া ১৯৯৭ সালের আজকের এই দিনে বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস বা এটিএম সেবা চালু হয়। এটি বাংলাদেশে প্রথম চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।