পৃথিবীতে ডাইনোসর নেই কেন

শিল্পীর কল্পনায় ডাইনোসরফাইল ছবি: রয়টার্স

কোটি কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করত ডাইনোসর। বিজ্ঞানীদের ধারণা ৬ কোটি ৬০ লাখ বছর আগে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার প্রশস্ত গ্রহাণুর আঘাতের পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। কিন্তু ২০২০ সালে ডাইনোসরের জীবাশ্মের পরীক্ষা-নিরীক্ষা করে গবেষণায় দেখা গেছে, ডাইনোসরদের বিলুপ্তির প্রক্রিয়া গ্রহাণুর আঘাতের অন্তত ৫ কোটি বছর আগেই শুরু হয়েছিল। গবেষণাটি করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিং ও ব্রিস্টলের বিজ্ঞানীরা। উল্কাপাতের ফলে পৃথিবীর জলবায়ু ও পরিবেশ ক্রমবর্ধমান পরিবর্তন ডাইনোসরদের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছিল তখন। অবশেষে গ্রহাণুর আঘাতে ডাইনোসরা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়।

আরও পড়ুন