ভিতুর ডিম

অলংকরণ: রাকিব রাজ্জাক

ঘটনাটি ঘটেছিল স্কুলে। তখন আমার বয়স ছিল পাঁচ বা ছয়। আমি আবার একটু ভিতু প্রকৃতির ছিলাম। কোনো কিছু হারিয়ে গেলে কান্না শুরু করে দিতাম। ক্লাসের আপা আমাদের এ থেকে জেড পর্যন্ত লিখতে দিলেন। সবাই লেখা শুরু করল। লিখতে গিয়ে খেয়াল হলো, আমার ইরেজারটি হারিয়ে গেছে। তখন আমার কান্না আর দেখে কে! আমার বন্ধুরা সব জায়গায় খুঁজল, কিন্তু পেল না। হঠাৎ মনে হলো, আমার হাতে কিছু একটা ঠেকছে। হাতের মুঠো খুলে দেখলাম আমার ইরেজার। এটা দেখে ক্লাসের সবাই হাসাহাসি করতে লাগল। আমিও সবার সঙ্গে হেসে ফেললাম।

লেখক: শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা

আরও পড়ুন