বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল সংগঠন কোনটি

সংগঠনটি ফুটবলের ইতিহাসে একটি মাইলফলকছবি: ফ্রিপিক
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৬ অক্টোবর, ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

উনিশ শতকে যুক্তরাজ্যে ১১টি স্থানীয় ফুটবল ক্লাবের সমন্বয়ে গঠিত হয় ফ্রিম্যাসনস টাভেরন। ১৮৬৩ সালের আজকের এই দিনে যুক্তরাজ্যের লন্ডনে প্রতিষ্ঠিত হয় ইতিহাসের অন্যতম এই পুরানো ফুটবল সংগঠন। 

আধুনিক ফুটবলের বৈশিষ্ট্যগত কাঠামো তৈরি এবং  নিয়ম নীতি প্রতিষ্ঠাতে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এই সংগঠনটি ফুটবলের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে পরিচিত। 

আজকের এই দিনে জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ বছর সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছে হিলারি ক্লিনটনের নতুন বই সামথিং লস্ট, সামথিং গেইনড: রিফ্লেকশনস অন লাইফ, লাভ অ্যান্ড লিবার্টি। এতে তাঁর বিয়ে থেকে শুরু করে রাজনীতি ও বিশ্বাস—সবকিছুর কথাই উঠে এসেছে।

আরও পড়ুন