জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৪ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
দক্ষিণ কোরিয়ার ছোট একটি কোম্পানি বিগ হিট এন্টারটেইনমেন্ট। বর্তমানে এর নাম হাইব। এই কোম্পানির হাত ধরে পথচলার শুরু করে জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস। অল্পবয়সী কয়েকজন স্বপ্নবাজ তরুণকে নিয়ে শুরু হওয়া এই ব্যান্ডের গল্প বিশ্বজুড়ে অনুপ্রেরণা জুগিয়েছে। অভিষেকের মাত্র কয়েক বছরের মধ্যে বিটিএস হয়ে ওঠে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডগুলোর একটি। তবে এই জনপ্রিয়তা খুব সহজে ধরা দেয়নি। বিটিএসকে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। বহুবার বর্ণবাদ ও বৈষম্যের মতো নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাঁদেরকে। তবে কিছুতেই থেমে যায়নি বিটিএস। ২০২০ সালের আজকের এই দিনে বিটিএস দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম গ্র্যামিতে মনোনয়ন পায়। ‘ডিনামাইট’ গান এই সাফল্য নিয়ে আসে।