১. ডান পাশের ত্রিভুজাকার অংশটি তির চিহ্ন বরাবর বাঁ পাশে ভাঁজ করো।
২. দুই পাশের ত্রিভুজাকার অংশ দুটি তির চিহ্ন বরাবর ভাঁজ করো।
৩. ডান পাশের ত্রিভুজাকার অংশটি তির চিহ্ন বরাবর বাঁ পাশে ভাঁজ করো।
৪. মাঝের ডট করা ত্রিভুজাকার অংশটি ডান দিকে মেলে ধরো।
৫. এবার লাল ডট লাইন বরাবর পুরো কাগজটি অর্ধেক অংশে এমনভাবে ভাঁজ করো যাতে ৬ নম্বর চিত্রের মতো হয়।
৬. এবার বাঁ পাশের ত্রিভুজাকার অংশটি ওপরের দিকে উঠিয়ে নাও।
৭. অপর ত্রিভুজাকার অংশটিও একইভাবে ওপরের দিকে উঠিয়ে নাও।
৮. এবার প্রয়োজনমতো চোখ, মুখ, দাড়ি, গোঁফ এঁকে নাও।
৯. ব্যস, হয়ে গেল একটা পিচ্চি খরগোশছানা। তার সঙ্গে খেলতে নেইকো মানা। কাগুজে খরগোশ সে তাই, কামড় বসাবে না না।