প্রথম গোল করার স্মৃতি

স্কুল ফুটবলছবি: শহীদুল ইসলাম

কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘তোমার প্রিয় খেলা কী?’

নিজের অজান্তেই বলে ফেলি, ফুটবল। একই সঙ্গে আমার প্রথম ফুটবল খেলার কথা মনে পড়ে। খেলার স্মৃতি ভেবে নিজে নিজে হাসি।

তখন আমি ক্লাস টুতে পড়ি। আমাদের স্কুলের সঙ্গে পাশের স্কুলের ফুটবল খেলা হবে। আমাকে একপ্রকার জোর করেই মফিজ স্যার খেলার দলে নাম দিয়ে দিলেন। আমি তো ফুটবল খেলার কিছুই জানি না। স্যার সবাইকে ভালোমতো খেলার নিয়ম বুঝিয়ে দিলেন। প্র্যাকটিস করালেন। আমার ছোট্ট মাথায় শুধু একটি বিষয় ঢুকল। জালে বল দিতে পারলেই গোল!

খেলার দিন যথাসময়ে খেলা শুরু হলো। হাফ টাইমের পর অনেক কষ্ট করে জালের ভেতরে বলটাকে ঢুকিয়ে দিলাম।

গোওওওল...!

বাহ্‌! আমার প্রথম গোল। আমার খুশি দেখে কে! কিন্তু আমার দলের বন্ধুরা কেমন বোকা বোকা চোখে আমার দিকে তাকিয়ে থাকল। অন্য দলের ছেলেরা আনন্দে চিৎকার করছে। আমি ভাবলাম, আমার দলের ছেলেরা আমাকে হিংসা করছে। ওদের রেখে আমি প্রতিপক্ষ দলের ছেলেদের সঙ্গে গোল করার আনন্দ ভাগাভাগি করতে লাগলাম।

তখনো জানতাম না, হাফ টাইমের পর গোলপোস্ট পরিবর্তিত হয়।

মারুয়া সাফা

লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়