বিশ্ব মশা দিবসে ১০টি মজার তথ্য

আজ বিশ্ব মশা দিবস। চলতি বছরের এ দিবসের প্রতিপাদ্য—‘সবার জন্য সমান বিশ্ব গড়তে ম্যালেরিয়ার বিরুদ্ধে প্রতিবাদ তীব্রতর করা’। মশা নিয়ে বাজে অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। তবে মশা নিয়ে আছে মজার কিছু বিষয়। মজার এই তথ্যগুলো তুমি জানো কি না মিলিয়ে দেখো।

পৃথিবীতে প্রায় দুই হাজার প্রজাতির মশা আছে

১০. একটি পূর্ণবয়স্ক মশা ৫ মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। ঠান্ডা পানিতে মসার লার্ভা প্রাপ্তবয়স্ক পর্যায়ে পৌঁছাতে কয়েক মাস সময় লাগতে পারে। বন্যার পানিতে মশার ডিম কয়েক বছর সুপ্ত থাকতে পারে এবং পানি দিয়ে ডিম ঢেকে গেলেও ডিম ফুটে বের হতে পারে।

৯. একটি পূর্ণবয়স্ক স্ত্রী মশার ওজন মাত্র প্রায় ২ মিলিগ্রাম।

৮. একটি পূর্ণবয়স্ক স্ত্রী মশা একবারে এক বেলায় প্রায় ১ লিটারের ৫০ লাখ ভাগের ১ ভাগ রক্ত খায়।

৭. একটি মশার ডানা প্রতি সেকেন্ডে ৩০০ থেকে ৬০০ বার স্পন্দিত হয়।

৬. পুরুষ মশা ডানা ঝাপটানোর শব্দ শুনে স্ত্রী মশাকে খুঁজে বের করে। পুরুষ মশা স্ত্রী মশার ডানা ঝাপটানোর শব্দের কম্পাঙ্কের তীব্রতা বা পিচ দিয়ে নিজ প্রজাতি শনাক্ত করতে পারে।

আরও পড়ুন

৫. মশা প্রতি ঘণ্টায় এক থেকে দেড় মাইল উড়তে পারে।

৪. বেশির ভাগ মশা লার্ভার বাসস্থান থেকে খুব বেশি দূরে উড়ে যায় না, তবে সল্ট মার্শ মশা সারা জীবনকালে ৭৫ থেকে ১০০ মাইল দূরে সরে যেতে পারে।

৩. মশা ৬০ থেকে ৭৫ ফুট দূর থেকে তোমার নিশ্বাসের সঙ্গে বের হওয়া কার্বন ডাই–অক্সাইডের গন্ধ পায়।

২. কিছু মানুষ অন্যদের তুলনায় মশার কাছে বেশি আকর্ষণীয়। এর কারণ খুব একটা পরিষ্কার নয়, তবে সম্ভবত ত্বক দিয়ে বের হওয়া ৩০০টি অদ্ভুত রাসায়নিকের সঙ্গে এর সম্পর্ক আছে।

১. গবেষণার স্বার্থে আর্কটিক অঞ্চলে গবেষকেরা নিজেদের বুক, হাত ও পা উন্মুক্ত করেছিলেন। তাঁরা প্রতি মিনিটে জনপ্রতি ৯ হাজার মশার কামড় খাওয়ার কথা বলেছেন। এই হারে কামড় খেলে একজন অরক্ষিত মানুষ ২ ঘণ্টার মধ্যে নিজের অর্ধেক রক্ত হারিয়ে ফেলবে!

সূত্র: সিডিসি নিটো মসকিউটো প্রোগ্রাম

আরও পড়ুন