বিশ্ব জনসংখ্যা দিবস

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১১ জুলাই, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

দ্রুতগতিতে বাড়ছে বিশ্বের জনসংখ্যা। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি। শতসহস্র বছরে পৃথিবীর জনসংখ্যা সর্বোচ্চ ছিল মাত্র ১০০ কোটি। ১৯৮৭ সালে জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০০ কোটিতে। তাহলে ভেবে দেখো, ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কত হবে? এভাবে এত দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা ভাবায় বিশ্বনেতাদের, জনসংখ্যা বিষয়ক ধারণা ও গুরুত্ব জরুরি বিষয় হয়ে ওঠে।

১৯৮৭ সালে জনসংখ্যা ৫০০ কোটি হওয়ার প্রেক্ষাপটে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পরিচালনা পরিষদ ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ প্রতিষ্ঠা করে। এর পরের বছর, ১৯৯০ সালের ডিসেম্বরে সারা বিশ্বে ১১ জুলাই এই দিবস উদ্‌যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথমবার বিশ্বের ৯০টি দেশ মিলে দিবসটি উদ্‌যাপন করে। মানুষের মধ্যে অতিরিক্ত জনসংখ্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মূলত পালিত হয়ে আসছে দিবসটি।

১৪০৫ সালে আজকের এই দিনে চীনের অ্যাডমিরাল ঝেং হি ভারত অভিমুখে তাঁর নৌবহরের ৩১৭টি জাহাজ সাগরে ভাসান। দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারত অঞ্চল থেকে ধনসম্পদ অর্জন করাই ছিল তাদের উদ্দেশ্য।

আজ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদের জন্মদিন। ১৯৩৬ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

এ ছাড়া আজ বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমার জন্মদিন।

আরও পড়ুন