যুক্তরাষ্ট্রে প্রথম প্রতিযোগিতামূলক গাড়ির রেস

যুক্তরাষ্ট্রে প্রথম প্রতিযোগিতামূলক গাড়ির রেসছবি: সংগৃহীত
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৮ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

যুক্তরাষ্ট্রে প্রথম প্রতিযোগিতামূলক গাড়ির রেসের ঘটনাটি ঘটেছিল ১৮৯৫ সালের আজকের এই দিনে। এটি অটোমোবাইলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। শিকাগো থেকে ইভানস্টন যাওয়া এবং পুনরায় শিকাগোয় ফিরে আসা—সব মিলিয়ে ৫৪ মাইল দীর্ঘ চ্যালেঞ্জিং পথজুড়ে অনুষ্ঠিত হয়েছিল রেসটি।

গাড়ির এই প্রতিযোগিতা আয়োজন করেছিল শিকাগো টাইমস-হেরাল্ড পত্রিকা। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে অটোমোবাইল প্রযুক্তির প্রচার এবং জনসাধারণের মধ্যে এর গুরুত্ব তুলে ধরা। অংশগ্রহণকারী ছয়টি গাড়ির মধ্যে চারটি ছিল গ্যাসোলিনচালিত, একটি ইলেকট্রিক এবং অন্যটি ছিল স্টিমচালিত।

ঐতিহাসিক এই প্রতিযোগিতায় বিজয়ী ছিলেন ফ্রাঙ্ক দুরেয়া, যিনি পেশায় একজন প্রকৌশলী এবং দুরেয়া ব্রাদার্স কোম্পানির সহপ্রতিষ্ঠাতা। তিনি এবং তাঁর ভাই প্রথম সফলভাবে আমেরিকায় গ্যাসোলিনচালিত গাড়ি তৈরি করেন। রেসে তাঁর গাড়িটি ১০ ঘণ্টায় ৫৪ মাইল পথ অতিক্রম করে প্রথম স্থান অর্জন করে।

এ ছাড়া ১৮৯৩ সালের আজকের এই দিনে নিউজিল্যান্ডের নারীরা প্রথমবারের মতো ভোট দিতে পারেন। এটি ছিল বিশ্বে নারীদের ভোট দেওয়ার প্রথম ঘটনা।

আরও পড়ুন