বিজয়ী
গ্রামীণ ডানোনের সৌজন্যে ‘বিজয়ের শক্তিতে নতুন বাংলাদেশ’ কুইজ: দ্বিতীয় সপ্তাহে বিজয়ী হলো যারা
০১ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হওয়া গ্রামীণ ডানোনের সৌজন্যে কিশোর আলোর কুইজ আয়োজন— ‘বিজয়ের শক্তিতে নতুন বাংলাদেশ’—এর দ্বিতীয় সপ্তাহ শেষ হয়েছে। ম্যাগাজিনটির ফেসবুক পেজে আয়োজন করা হয়েছে জমজমাট কুইজ প্রতিযোগিতা। প্রতিদিনের এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিদিনই জিতে নাও পুরস্কার।
এর মধ্যে শেষ হয়েছে কুইজের দ্বিতীয় সপ্তাহ। এবার পালা বিজয়ীদের নাম ঘোষণার। নিচের ছবিতে প্রকাশ করা হলো দ্বিতীয় সপ্তাহের বিজয়ীদের নাম। অভিনন্দন বিজয়ীদের!
পুরস্কার পেতে বিজয়ীদের নিজের পুরো নাম, মোবাইল নম্বর, যোগাযোগের পূর্ণ ঠিকানা, ফেসবুক আইডি এবং কত তারিখের বিজয়ী লিখে ই-মেইল পাঠাতে হবে [email protected] ঠিকানায়। ই-মেইলের সাবজেক্টে লিখতে হবে ‘বিজয়ের শক্তিতে নতুন বাংলাদেশ কুইজ (দ্বিতীয় সপ্তাহের বিজয়ী)’।
তথ্য পাঠাতে হবে ২২ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পাঠালে পুরস্কার বাতিল বলে গণ্য হবে।
০১ ডিসেম্বর শুরু হওয়া এই কুইজ প্রতিযোগিতা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। কুইজ বিষয়ে জানতে ভিজিট করতে হবে কিশোর আলোর ফেসবুক পেজ।