২২ জুন রাজধানীর নটর ডেম কলেজে বসছে বিতর্ক উৎসব। নটর ডেম ডিবেটিং ক্লাব আয়োজিত ‘৩৪তম এনডিডিসি ন্যাশনালস বিতর্ক প্রতিযোগিতা’য় থাকছে দুইটি বিভাগ। বাংলা ও ইংরেজি আলাদা দুইটি বিভাগে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে প্রতিযোগীরা।
বাংলা বিতর্কে লড়বে ৬৪ দল, অন্যদিকে ইংরেজি বিভাগের বিতর্কে প্রতিযোগিতাটা হবে ৩৬ দলের মধ্যে। উৎসব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এতে অংশ নেবে দক্ষ বিচারকরা। সব মিলিয়ে ২৫০ এর বেশি অংশগ্রহণকারী ও দর্শক নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিতর্ক উৎসব।
তিনদিনব্যাপী চলবে এই উৎসব। ২২ জুন শুরু হয়ে পর্দা নামবে ২৪ জুন। আরও বিস্তারিত জানতে ভিজিট করো উৎসবের ফেসবুক ইভেন্ট পেজ (https://fb.me/e/6s8lpIxGO?mibextid=RQdjqZ)।
আয়োজনের প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকছে কিশোর আলো।