বিএএফ শাহীন কলেজে ‘স্কুল ব্যাংকিং’

ব্যাংকিং ব্যাপারটা আমাদের ছোটদের কাছে একটু কঠিনই মনে হয়। পত্রিকা কিংবা বড়দের মুখে ব্যাংক–সম্পর্কিত নানা কঠিন দিক শুনতে শুনতে পুরো বিষয়টা বড়দেরই মনে হয়। তবে বাস্তবে ঘটনাটা এমন নয়। অর্থনীতিতে আগ্রহ থাকলে, ব্যাংকিং হতে পারে তোমার পছন্দের একটা বিষয়। ঢাকা ব্যাংক লিমিটেড সেই সুযোগ করে দিচ্ছে দারুণভাবে।

সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেড শুরু করেছে তাদের ‘স্কুল ব্যাংকিং’ ক্যাম্পেইন। স্কুলের শিক্ষার্থীরা এর মাধ্যমে ছোটবেলা থেকে নিজ ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয় করতে পারবে। তাদের স্বপ্ন সফল করতে সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠবে।

‘স্কুল ব্যাংকিং’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ২ জানুয়ারি রাজধানীর বিএএফ শাহীন কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ব্যাংক লিমিটেড। শিক্ষার্থীদের মধ্যে ‘স্কুল ব্যাংকিং’–এর নানা দিক তুলে ধরা ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিআ সম্পাদক আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএএফ শাহীন কলেজ ঢাকার অধ্যক্ষ এ কে এম আব্দুর রাজ্জাক।

(বাম থেকে) কিআ সম্পাদক আনিসুল হক ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক
কোলাজ

শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন আনিসুল হক। শোনেন শিক্ষার্থীদের কথা। তাদের হাতে তুলে দেন কিশোর আলোর চলতি সংখ্যা। অনুষ্ঠানে উপস্থিত ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক ‘স্কুল ব্যাংকিং’–এর নানা দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

২০২২ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটির বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করে ঢাকা ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানের শেষ অংশে বিএএফ শাহীন কলেজে একটি স্টুডেন্ট বুথ এবং একটি ক্রেডিট কার্ড বুথ উদ্বোধন করেন অতিথিরা। কলেজের অধ্যক্ষকে দুটি স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনও হস্তান্তর করেছে ঢাকা ব্যাংক।